বাহুবলের গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দোকানদার ও তার লোকজন আহত
তারিখ: ২৫-জুন-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলের গাজীপুর গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মরম আলী নামে এক ব্যক্তি ও তার আত্মীয়-স্বজনরা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মরম আলী, তার পিতা শওকত আলী, চাচা মহব্বত আলী ও ভাই ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন  মরম আলীর দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত বুধবার ইফতারের পূর্বে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, গাজীপুর গ্রামের মরম আলী দীর্ঘদিন ধরে স্টেশনারী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। একই গ্রামের মজম্মিল এর কাছে তার দীর্ঘদিন যাবত কিছু টাকা পাওনা ছিল। এ বিষয়ে কয়েকবার তিনি মজম্মিল-এর কাছে টাকা খুজলেও মজম্মিল না দিয়ে দেই দিচ্ছি বলে টালবাহানা শুরু করে। এ ব্যাপারে গ্রামের অনেকেই অবগত আছেন। ঘটনার দিন বুধবার মরম আলী তার পাওনা টাকা মজম্মিল এর কাছে খুজতে যান। এতে মজম্মিল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে ইফতারের পূর্বে মজম্মিল ও তার লোকজন মরম আলীর দোকানে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। এতে মরম আলী ও তার আত্মীয়-স্বজনরা বাধা দিলে তাদেরকে মারধোন করে মরম আলী ও তার লোকজন। এতে মরম আলী, তার পিতা শওকত আলী, চাচা মহব্বত আলী ও  ভাই ইউসুফ আলী গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।