ঈদের জামায়াত কখন কোথায়
তারিখ: ২৫-জুন-২০১৭
এম এ ওয়াহেদ ॥

জেলার সর্ববৃহৎ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে। দুটি পর্বে এ জামাত অনুষ্ঠিত  হয়। সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী। দ্বিতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন ক্বারী মাওলানা নাজমুল হোসাইন। শহরের সওদাগর জামে মসজিদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ওই মসজিদে ঈদের জামায়াতের নামাজে ইমামতি করবেন মসজিদের খতিব ও জামেয়া গাউছিয়া সুন্নিয়া একাডেমীর শিক্ষক মাওলানা সৈয়দ আজহার আহমাদ। হবিগঞ্জ টাউন মসজিদে (চাঁন মিয়া মসজিদ) সকাল সাড়ে ৮ টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা নাছির উদ্দিন আখঞ্জি।  জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদ টাইটেল মাদ্রাসায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা তাফহিমুল হক। এ ছাড়াও চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।  এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী। শহরের বাজার রেলস্টেশন মসজিদে সকাল সাড়ে ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আমিনুল ইসলাম। রাজনগর মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মামুনুর রশিদ।