আজ চাঁদ দেখা গেলে কাল খুশির ঈদ
তারিখ: ২৫-জুন-২০১৭
কাউছার আহমেদ টিপু ॥

“ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ”- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানটি ঈদ লগ্নে আবারও বেজে উঠবে নগর-বন্দর গ্রামে। সংগীতের তালে তালে দুলবে যুবক-কিশোরেরা। এই মহা খুশির পবিত্র ঈদ যদি আজ রবিবার চাদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে আজ রবিবার মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদউল ফিতর। ঈদকে সামনে রেখে শহরের সরকারী আধাসরকারী প্রতিষ্ঠাগুলোকে রংবেরঙ্গে সাজানো হয়েছে। সংবাদপত্র গুলো বিশেষ কোরপত্র প্রকাশ করেছে। টিভি চ্যানেল গুলো নতুন নতুন ও আকর্ষনীয় অনুষ্ঠান মালার আয়োজন করেছে।