পৌর মেয়র জি কে গউছকে হত্যাচেষ্টা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ
তারিখ: ১৭-জুলাই-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা কারাগারে পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে হত্যার চেষ্টা মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালতে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীরা হলেন- মামলার বাদী ও তৎকালীনহবিগঞ্জের জেলার মোঃ শামীম ইকবাল, ডেপুটি জেলার মোঃ সুহেল, প্রধান কারারক্ষী গজানন্দ কৈরী ও কারারক্ষী তাজ উদ্দিন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার একমাত্র আসামি ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। এ মামলায় আসামি ইলিয়াস চলতি বছরের ৩০মে জামিন লাভ করলেও একটি হত্যা মামলায় তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে মেয়র গউছ করাগারের ভেতরে ঈদ নামাজ শেষ করে নিজের ডিভিশনের কাছ দিয়ে হাটছিলেন। এ সময় কারাগারে বন্দি হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন লেঞ্জাপাড়া গ্রামের ইলিয়াস রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে জি কে গউছ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে কারারক্ষীরা উদ্ধার করে জেল সুপারের অফিসে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় ওদিনই হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় হবিগঞ্জ কারাগারের তৎকালীনজেলার মোঃ শামীম ইকবাল বাদী হয়ে একটি মামলা করেন। এদিকে ঘটনার খবর শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কারা ফটকে জড়ো হন।

প্রথম পাতা