কালোধোয়ায় পরিবেশ দুষন ॥ এলাকাবাসী অতিষ্ট ॥ নিজামপুরের দরিয়াপুরে আরগন স্পিলিং লিমিটেডের দুষিত বর্জ্যে ফসলী জমি বিনষ্ট
তারিখ: ১৭-জুলাই-২০১৭
আখলাছ আহমেদ প্রিয় ॥

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুরে আরগন স্পিলিং লিঃ-এর দুষিত শিল্প বর্জ্যে ও কালো ধোয়ায় বিনষ্ট হচ্ছে পার্শ্ববর্তী এলাকার বহু ফসলী জমি। প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা বার বার আবেদন-নিবেদন করলেও কর্ণপাত করছে না কোম্পানীর কর্তৃপক্ষ। পরে উপায়ন্তর না দেখে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সরেজমিনে গতকাল রবিবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, কোম্পানীর ড্রেন দিয়ে দুষিত বর্জ্য পাশ্ববর্তী ফসলী জমিতে অপসারিত হচ্ছে। এতে করে চারদিকের বহু জমির ধান ও শাক সবজিসহ বিভিন্ন ফসল বিনষ্ট হচ্ছে। কোন কোন জমিতে সৃষ্টি হয়েছে গর্ত ও নালা। এতে করে ওই জমি গুলো হয়ে পড়েছে ফসল উৎপাদনেঅনুপযোগী। স্থানীয় জনসাধারণ অভিযোগ করে জানান, দুষিত শিল্প বর্জ্যরে কারণে আশপাশের অধিকাংশ জমি হারিয়েছে উর্বরতা। যে কারনে বহু কষ্টে চাষাবাদ করেও কাংঙ্খিত ফসল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় এলাকার দরিদ্র কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, কোম্পানী থেকে নির্গত কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়ায় দুষিত হয়ে পড়েছে এলাকার পরিবেশ। এতে করে চরম স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, এ ব্যাপারে বার বার আবেদন নিবেদন করলেও কর্নপাত করছে না কোম্পানী কর্তৃপক্ষ। বরং কোম্পানীর কাছে জমি বিক্রি করে দেয়ার চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান অনেকেই। এ অবস্থায় উপায়ন্তর না দেখে এলাকাবাসীর পক্ষে দরিয়াপুর গ্রামের মহিবুর রহমান নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন বলেন, “ক্ষতিগ্রস্থ কৃষকসহ এলাকাবাসী বিষয়টি আমাকে অবহিত করেছেন। শীঘ্রই কোম্পানীর কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে”।

প্রথম পাতা