এমপি আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টার ফসল ২৫০ শয্যা হাসপাতাল ॥ প্রতিশ্র“তির ফুলঝুঁড়ি নয় ‘জননেতা’র পরিচয় কাজে
তারিখ: ১৭-জুলাই-২০১৭

॥ রাসেল চৌধুরী ॥

‘জননেতা’বাংলাদেশের রাজনীতিতে বহুল প্রচলিত একটি শব্দ। এক সময় এ শব্দটি নির্দিষ্ট কিছু মানুষের জন্যই সংরক্ষিত ছিল। কিন্তু আজকাল রাজনীতির পাঠশালায় ভর্তি হয়েই নামের সাথে জুড়ে দেয়া হচ্ছে ‘জননেতা’। কখনও কখনও বিষয়টি হাস্যকর হলেও, নির্লজ্জের মত তাই করছেন তথাকথিত ওই জননেতারা। শুধু কি তাই, অনাকাঙ্খিত ভাবে রাজনীতির মাঠে অনুপ্রবেশ ঘটেছে দুর্বৃত্তদের। সৎ, দেশপ্রেমিক ও মেধাবী তরুণরা আজ রাজনীতিবিমুখ। কিন্তু তাই বলে সব শেষ হয়ে যায়নি, এখনও আছে অবশিষ্ট কিছু। রাজনীতির ডুবন্ত জাহাজ থেকে মাথা উচু করে নিজেদের অস্তিত্বের কথা এখনও জানান দিচ্ছেন কিছু কিছু সত্যিকারের জননেতা। বলতে দ্বিধা নেই, এদের একজন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। যিনি শুধু মাত্র প্রতিশ্র“তির ফুলঝুড়ি দিয়ে নয়; পরিশ্রম আর কাজ দিয়েই প্রমাণ করতে সক্ষম হয়েছেন, তিনিই জননেতা। হবিগঞ্জে এমন কিছু কাজ করেছেন যার কথা ইতিপূর্বে কেউ কল্পনাও করেনি। এদের মধ্যে জেলাবাসীর স্বপ্নের বলভদ্র সেতু, স্বপ্নের আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুপরিসর জুডিশিয়াল ভবন, হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারী কলেজে বহু কাঙ্খিত অনার্স-মাষ্টার্স কোর্স চালু, বিশাল একাডেমিক কাম পরীক্ষা হল ও ৫তলা বিশিষ্ট আধুনিক বিজ্ঞানাগার, হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি’সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালু, অত্যাধুনিক পাসপোর্ট ভবন, ডিজিটাল সার্ভার স্টেশন, হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার শতাধিক গ্রামে বিদ্যুতায়ন, বহু জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার, স্কুল কলেজ সরকারীকরণ, প্রসারিত হাতে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য।

শুধু তাই নয়, প্রায় ২০ লাখ জেলাবাসীর প্রাণের দাবী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল, অনবদ্য অবদান। যার শুভ উদ্বোধন আগামী ২০ জুলাই। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরের কাজ, প্রস্তাবনায় রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বহু মাষ্টার প্রকল্প। আমরা চাই হবিগঞ্জে উন্নয়নের এ দ্বারা অব্যাহত থাকুক দুর্বার গতিতে। এসব জনহিতকর কাজই এমপি আবু জাহিরকে বাঁচিয়ে রাখবে জনগণের মাঝে।

প্রথম পাতা