বাদি-পক্ষের লোকজনকে হুমকি-ধামকি ॥ বাহুবলে আব্দুর রশিদ হত্যা মামলার আসামীদের গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা
তারিখ: ২৩-অগাস্ট-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার শিবপাশা গ্রামে দীর্ঘ ১ বছর পর আব্দুর রশিদ হত্যা মামলার আসামীরা চার গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এ সময় তারা গ্রামবাসীর কাছে মামলাটি সুরাহ করতে সহযোগীতা কামনা করে। জানা যায়, গত শনিবার সকাল ১০টায় উপজেলার শিবপাশা ডাক্তার বাড়িতে বিশিষ্ট মুরুব্বী আব্দুল কাইয়ূম তালুকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ঘন্টা ব্যাপী আলোচনায় ওই গ্রামের আব্দুর রশিদ-এর হত্যাকারীরা সভায় উপস্থিত হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বাদি পক্ষের দায়ের করা হত্যা মামলাটি সুরাহ করতে গ্রামবাসীর কাছে সহযোগীতা কামনা করে আসামীরা। এ সময় গ্রামের মুরুব্বীয়ান তাদের প্রতি ধিক্কার জানান এবং মামলার বাদি পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহ করার চেষ্টা করবেন বলে আসামীদের আশ্বাস দেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ এনায়েত, ইউপি মেম্বার মাসুক মিয়া, লাল মিয়া মুরুব্বী, সৈয়দ মিজান, আলতাব হোসেন, হাসিম উল্লাহ, খুরশেদ আলীসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান। এদিকে, বাদি পক্ষের  লোকজন জানান, আসামীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই বিকেলে স্থানীয় নন্দনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে মুর্শিফখলা মাসুক মিয়ার বাড়ির সামনে পূর্ব বিরোধের জের ধরে আসামীরা আব্দুর রশিদকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এতে সে গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

প্রথম পাতা