বাহুবলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ॥ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত
তারিখ: ২৩-অগাস্ট-২০১৭
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সিলেট বিভাগের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম বলেছেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। গতকাল দুপুরে বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বাহুবল নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ রাসেলুর রহমানের সভাপতিতে ও বাহুবল মডেল থানার ওসি মোঃ মাজহারুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যানের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারি আনছারি, মাওলানা আজিজুর রহমান মানিক, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল প্রেস ক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, মডেল প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, উস্তার মিয়া তালুকদার, অলিউর রহমান, মুশাহিদ মিয়া, সাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উপজেলার মুগকান্দি গ্রামের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় নীরিহ লোকজনকে আসামি করার বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে নিরাপরাধ লোকজনের অব্যাহতির দাবী জানান। এসময় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বস্থ করেন।

প্রথম পাতা