সিলেটে বঙ্গবন্ধু গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা ॥ সৈয়দ আব্দুল্লাহকে একুশে পদকে ভূষিত করার দাবী
তারিখ: ২৩-অগাস্ট-২০১৭
দিদাল এলাহী সাজু ॥

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক, বর্ষিয়ান জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) ডাঃ আব্দুল মালিক বলেছেন, ‘সিলেটে বঙ্গবন্ধু গ্রন্থটি ইতিহাসের এক অনন্য দলীল।  আর এই দলীলের  লেখক সৈয়দ আব্দুল্লাহ ও এক অনন্য ইতিহাসের দলিল লেখক হয়ে অমর হয়ে থাকবেন। আমি সিলেটের আওয়ামীলীগ নেতাদের সাথে একমত হয়ে এই গ্রন্থটি লেখার জন্য সৈয়দ আব্দুল্লাহকে জাতীয়ভাবে মূল্যায়িত করার দাবী জানাচ্ছি। যদিও ইতিহাসবিদ হিসাবে তাকে আরো আগেই একুশে পদকে মূল্যায়িত করা উচিত ছিল’। সোমবার (২১ আগস্ট) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে “সিলেটে বঙ্গবন্ধু”গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর রচিত “সিলেটে বঙ্গবন্ধু”গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক কর্ণেল (অব:) শাহ আবিদুর রহমানের সভাপতিত্বে, সাংবাদিক আবু তালেব মুরাদ ও কবি আব্দুল মুকিত অপি’র যৌথ সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফুররহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আফম কামাল হোসেন, এডভোকেট মুজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারি পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, প্রবীণ সাংবাদিক ও লেখক আব্দুল হামিদ মানিক। স্বাগত বক্তব্য রাখেন- প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল আনছারী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক সৈয়দ আব্দুল্লাহ। মুল প্রবন্ধ পাঠ করেন- সিলেট বেতারের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল হক। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবিদ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল বারি আনসারী, আওয়ামীলীগ নেতা শাহ আহমদ আওলাদ, প্রকাশক আবুল কালাম আজাদ, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ।

প্রথম পাতা