এক গরুর দাম হাঁকা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা ॥ কোরবানির পশুর হাটে ক্রেতা বেশি বিক্রি কম
তারিখ: ২৩-অগাস্ট-২০১৭
নিরঞ্জন গোম্বামী শুভ ॥

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা থাকলেও সেই অনুপাতে নেই বিক্রি। জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে ও আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবপবিত্র ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই জমতে শুরু করেছে জেলার বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী কোরবানির পশুর হাট। উপজেলা সদর থেকে আমাদের প্রতিনিধিরা জানান, হাটে বিপুল পরিমাণ পশু এবং ক্রেতা থাকলেও সেই অনুপাতে বেচা-বিক্রি হচ্ছে কম। কারণ এখনও ঈদের প্রায় ১০ দিন বাকী। যেকারণে ক্রেতারা করছেন যাচাই-বাছাই। এদিকে, গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ গরুর বাজারে গিয়ে লক্ষ্য করা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। গরুও উঠেছে বিপুল সংখ্যক। তবে গরু ব্যবসায়ীরা জানান, ক্রেতা অনুপাতে বেচা-বিক্রি কম। অপরদিকে ক্রেতারা জানান, এবার তুলনামূলক ভাবে গরুর দাম বেশি।

মিরপুরের গরু ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, তিনি ২৫টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে তার একটি গরুর দাম ২ লাখ ২০ হাজার টাকা। তিনি একটি গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করেছেন। এ প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গরু ব্যবসায়ী শঙ্কা প্রকাশ করে জানান, তারা খবর পেয়েছেন ভারত থেকে বিপুল পরিমাণ গরু দেশে আসছে। যেকারণে দেশি গরু নিয়ে চরম হতাশায় ভোগছেন তারা।

প্রথম পাতা