মায়ানমারে গণহত্যার প্রতিবাদে উজিরপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

মায়ানমারে মুলিসমদের উপর নারকীয় হত্যাযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুরে রাস্ত অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজারো লোকজন। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ সড়কের উজিপুরে খুর্শা খাগাউড়া হিলফুল সুন্নী যুবসংঘের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, কারী মিজানুর রহমান, আবুল ফয়েজ কারী সৈয়দ আহমেদ, হযরত মাওলানা কামাল উদ্দিন, শাহীন আহমেদ, সেকুল মিয়া, কারী উজ্জল, কারী আবজাল, জাহানুর, ফুল শাহানুর, উজ্জল, হাবিবুর রহমান, প্রমুখ। মানববন্ধন শেষে স্থানীয় হাজার হাজার লোকজন রাস্তা অবরোধ করে রাখে। পরে একটি বিক্ষোভ মিছিল ইমামবাড়ি গিয়ে সমাপ্ত হয়। মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে মায়ানামারের নিরীহ মুসলিমদের উপর নির্বিচারে গণহত্যা বন্ধ করতে হবে। এ জন্য আন্তর্জাতিকভাবে মায়ানামারের সরকার প্রধান অন সাং সূচিকে চাপ প্রয়োগের আহ্বান জানান।

প্রথম পাতা
শেষ পাতা