শায়খ হাফিজ গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন এমপি মজিদ খানসহ বিভিন্ন মহলের শোক
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৭
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচঙ্গের প্রবীন হাফেজে কোরআন শায়খ গিয়াস উদ্দিন-এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জন প্রতিনিধি, সাংবাদিক, সর্বস্থরের উলামায়ে কেরাম, বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের মেজো ছেলে হাফেজ মোশতাক আহমদ কয়েছ। জানাযার পুর্বে মরহুম শায়খ হাফিজ গিয়াস উদ্দিনের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, গ্যানিংগঞ্জহ বাজার ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ রেজাউল মোহিত খান, খতীব মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল বাসিত, কারি কমর উদ্দিন, মোঃ কবির মিয়া, মরহুম শায়খের ছাত্রদের পক্ষে সাংবাদিক ও মানবাধিকারকর্মী  মো. আশিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে জানাযায় অংশ গ্রহন করেন শাহী ঈদগার ইমাম মাওলানা ফজলুর রহমান,  উপজেলা বিএনপি'র আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মোঃ হাবিবুর রহমান, রেখাছ মিয়া, সাবেক ছাত্রলীগনেতা জাসিদুল হোসেন খান, বিএনপিনেতা শেখ আমজাল হোসেন। জানাযার নামাজ শেষে মরহুমকে পাটানটুলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে, শায়খ হাফিজ গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ আমীর হোসেন মাস্টার, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান। উল্লেখ্য, শায়খ হাফিজ গিয়াস উদ্দিন কয়েক বছর অসুস্থ্য থাকার পর গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

প্রথম পাতা
শেষ পাতা