এমপি আবু জাহিরসহ বিভিন্ন মহলের শোক ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মারুফ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম মাহবুব উদ্দিন চৌধুরীর ছোট ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, হবিগঞ্জ বার এসোসিশনের সাবেক সভাপতি এডঃ মারুফ উদ্দিন চৌধুরী ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। প্রকাশ, বিগত ৩ বছর পূর্বে শায়েস্তানগর, উচাইল মার্কেটের পূর্ব দিকে নিজ বাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। কয়েক দিন পূর্বে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকাস্থ সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এডঃ মারুফ উদ্দিন চৌধুরী স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুল কলেজ মাঠে ও বাদ মাগরিব মাধবপুর উপজেলাস্থ নিজ বাড়ী পিয়াইম চৌধুরীবাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ ফারুক উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি ও এডঃ আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, সুপ্রীম কোর্টের আইনজীবি এডঃ মোঃ মাহবুব আলী এমপি, সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি জিপি আফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফুররহমান তালুকদার, সাবেক হবিগঞ্জ পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা