চুনারুঘাটে প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে পন্ড
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৭
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥

চুনারুঘাটে এক স্কুল ছাত্রী সোনিয়া আক্তারের বাল্য বিয়ে পন্ড করেছে উপজেলা প্রাশসন। গতকাল মঙ্গলবার দুপুুরে পৌর শহরের বাল্লা রোডে ওই ছাত্রীর বাসায় গিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। সে পৌর শহরের বাল্লা রোডের নুরুল ইসলামের মেয়ে। জানাযায়, চুনারুঘাটের বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর বিয়ে বুধবার দিনক্ষণ টিক ছিল। এ খবর সোনিয়ার স্কুলের সহপাঠীরা শুনে তাৎক্ষনিকউপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরাকে অবহিত করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মেয়ের বয়সসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করেন। তদন্ত করে মেয়ে বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধন করেন দেন এবং মেয়ে বয়স আঠারো না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে লিখিত স্বাক্ষর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র নাথ দেব, ইউএনও অফিসের নাজির কৃষ্ণ কুমার সিংহ, চুনারুঘাট থানার এএসআই মোঃ আলমাছ মিয়াসহ একদল পুলিশ সদদস্য।

প্রথম পাতা
শেষ পাতা