মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাড়াশি অভিযান ॥ মাধবপুরে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৭
জাকারিয়া চৌধুরী ॥

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মা-ছেলেসহ তিন মাদক ব্যবাসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, গতকাল উল্লেখিত সময়ে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এসময় ২ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার তারা মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, তার সৎপুত্র সাদেক মিয়াকে ২ বছরের কারাদন্ড ও একই এলাকার আব্দুল আলীর পুত্র আব্দুর রাজ্জাককে ২ বছরের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আরও জানায়, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মাদবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দিয়ে ভারত থেকে মাদক এনে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা