হবিগঞ্জ পৌরসভার মেয়রসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন রোহিঙ্গা জনগনের সাহায্যে দেয়ার সিদ্ধান্ত
তারিখ: ২৬-সেপ্টেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও কাউন্সিলরদের একমাসের সম্মানীভাতা ও কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতন বাংলাদেশে আশ্রয় নেয়া বিপন্ন রোহিঙ্গা জনগনের সাহায্যে অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার হবিগঞ্জ পৌরভবনে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সম্মানীভাতা ৮০ হাজার টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৩৫ হাজার ৫ শ ৭২ টাকাসহ একত্রে ১ লাখ ১৫ হাজার ৫ শ ৭২ টাকা অনুদান দেয়া হবে। সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছ ও কাউন্সিলর দীলিপ দাস রোহিঙ্গাদের সাহায্যে অনুদান দেয়ার কথা প্রস্তাব করলে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমর্থনে তা সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গ্রহন করা হয়। সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো গণহত্যার নিন্দা জানানো হয়। সাথে সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। অনুদানের টাকা দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে প্রেরন করা হবে বলে সভায় জানানো হয়।

শেষ পাতা