বর্ণিল সাজে শহর ॥ নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় ॥ শারদীয় দূর্গোৎসবেরআজ মহাষষ্ঠী
তারিখ: ২৬-সেপ্টেম্বর-২০১৭
আখলাছ আহমেদ প্রিয় ॥

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবশারদীয় দুর্গাপূজা আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আলোক সজ্জ্বায় ও রঙের পাতায় সাজানো হয়েছে শহরের পুজা মন্ডপ ও তার আশপাশ এলাকা। ফলে শহর সেজেছে বর্ণিল সাজে। সারাদেশের ন্যায় হবিগঞ্জের প্রতিটি মন্ডপে মন্ডপে আজ সকাল ৮টায় ঢাকের বাদ্য, বেলপাতার অর্ঘ্য, শিউলির সুঘ্রাণ, উলুধ্বনি ও শ্রীশ্রী চন্ডী পাঠের মাধ্যমে এই পূজা শুরু হবে। ভোরবেলায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে। সন্ধ্যায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হবে। ভক্তরা ষষ্ঠীতে বহুবিধ উপকরণ মায়ের চরণে অঞ্জলি দেবেন। আজ শুক্লপক্ষের দুর্গাষষ্ঠী, আগামীকাল বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাষ্টমী, শুক্রবার মহানবমী এবং শনিবার বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হবে। অর্থাৎআজ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজা হচ্ছে। আগামী শনিবার হবে প্রতিমার বিসর্জন হবে। ইতোমধ্যে সব মন্ডপে প্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিমা সাজানো হয়েছে। মন্ডপে আলোকসজ্জা করা হয়েছে। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৬২১ পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শহরে দূর্গাপূজাকে কেন্দ্র করে অনাকাঙিখত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পূজাকে ঘিরে প্রশাসনের তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। তোলা হয়েছে নিরাপত্তার বলয়।

শেষ পাতা