শহরের শ্মশানঘাট মাইক্রোবাস চালক আঞ্চলিক কমিটির সহ-সভাপতিকে হুমকি ॥ থানায় জিডি
তারিখ: ২৬-সেপ্টেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শহরের শ্মশানঘাট মাইক্রোবাস চালক আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ আঃ হাইকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অপর চালক। এ ঘটনায় তিনি হবিগঞ্জ সদর থানায় জিডি দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করেছে। জিডি সূত্র জানায়, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর অন্তর্ভূক্ত মাইক্রোবাস চালক আঞ্চলিক কমিটির শ্মশানঘাট স্ট্যান্ডের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সিনেমা হল রোড এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোঃ মতিন মিয়ার পুত্র মোঃ আঃ হাই। পাশাপাশি তিনি গাড়ির চালক হিসেবে কর্মরত থাকিয়া জীবিকা নির্বাহ করে আসছেন। এমতাস্থায় অপর গাড়ি চালক শহরের আনোয়ারপুর এলাকার ফজলুক হকের পুত্র মোঃ তমিজ উদ্দিন মিন্টু’র বিরুদ্ধে প্রতারক, মাদকসেবী ও শ্রমিক ইউনিয়নের নিয়ম-কানুনে তোয়াক্কা না করার অভিযোগে তাকে কর্মবিরতি দেয়া দেয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মিন্টুকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেওয়ার পর মিন্টু ওই সংগঠনের সহ-সভাপতি আঃ হাইর প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত ২৩ সেপ্টেম্বর রাত প্রায় ১২টা ২৬ মিনিটে মিন্টু তার মোবাইল নাম্বার (০১৭২১-৫১৯৮২৩) থেকে আঃ হাইর ব্যাবহৃত মোবাইল নাম্বারে (০১৭২২-৪৯৬৯২৮) এ ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং সুযোগমত একা কোথাও পেলে খুন করিয়া লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে জানায়। এ ব্যাপারে প্রাণের ভয়ে নিরুপায় হয়ে আঃ হাই বাদি হয়ে  গত রবিবার হবিগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেন। এ বিষয়ে গতকাল সোমবার সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দেবের নেতৃত্বে শ্মশানঘাট এলাকায় পুলিশী তদন্ত করা হয়।

শেষ পাতা