হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলা ক্রীড়া সংস্থা ও লন টেনিস ক্লাবের বরণ
তারিখ: ২৬-সেপ্টেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

জেলা ক্রীড়া সংস্থা ও লন টেনিস ক্লাব হবিগঞ্জ-এর যৌথ উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে বরণ করা হয়েছে। গত রবিবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় এমপি আবু জাহির বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে হবিগঞ্জ ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে ও সারা বৎসরমাঠে বিভিন্ন খেলা আয়োজনে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শহীদ উদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ জমির আলী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মোঃ ফজলুর রহমান চৌধুরী, এডভোকেট মহিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, মোঃ মর্তুজ আলী, মোঃ বদরুল আলম, আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মোঃ আজম উদ্দিন, মোঃ মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মোঃ শফিকুজ্জামান হিরাজ, এডভোকেট বিভৎসুচক্রবর্তী বিভু, মোঃ তাজ উদ্দিন, মোঃ আবুল কালাম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মোঃ হুমায়ূন কবীর চৌধুরী শাহেদ, ইব্রাহীম খলিল সোহেল, বেগম সওকত আরা চৌধুরী, এডভোকেট এম এ রউফ, প্রদীপ কুমার দাশ, মোঃ মোতাব্বির হোসেন, ফরিদ উদ্দিন আহমদ, মোঃ শফিকুর বারী আওয়াল, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট আজিজুল হক চৌধুরী, এমএ আহাদ, মোঃ এমএ মজিদ, এডভোকেট কুতুব উদ্দিন, তানভীর খান, (এডি-মাদক নিয়ন্ত্রন) সজিব দে, এমটিএন সেলিম সিদ্দিকী, মোঃ নওশাদ, মোঃ মঈন উদ্দিন সাম্মু প্রমূখ। সভায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, লন টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কলি। বরণ অনুষ্ঠান শেষে নৈশভোজে অতিথিবৃন্দরা অংশ গ্রহন করেন।

শেষ পাতা