পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোলাম সরওয়ারে আলম ॥ শিক্ষার্থীদের বইমুখী করতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে
তারিখ: ১২-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শহীদ হালিম-লিয়াকত স্মৃতিসংসদ হবিগঞ্জ জেলা জোনের উপদেষ্টা অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম বলেছেন, শিক্ষার্থীদের সুপ্তমেধা বিকাশে শহীদ হালিম-লিয়াকত স্মৃতিবৃত্তি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তথ্যপ্রযুক্তির এ যুগে এ ধরণের প্রতিযোগিতার বিকল্প নেই। এ রকম উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে এক ধরণের প্রেরণা সৃষ্টি করে। আজকাল অনেক শিক্ষার্থীদের দেখা যায় পাঠ্যবই বিমুখ। পাঠ্যবই বিমুখ শিক্ষার্থীদের বইমুখি করতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার দুপুর ২ ঘটিকায় উপজেলা সভাকক্ষে দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি সংস্থা ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ’-এর ব্যবস্থাপনায় সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতিবৃত্তি পরিক্ষা'১৬ তে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাহুবল উপজেলা জোনের উপ পরিচালক(নিয়ন্ত্রন) সৈয়দ মুহাম্মদ আলী ও উপ পরিচালক সার্বিক এম,এ কাদিরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহুবল আলিফ ছোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান,উপজেলা জোনের উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াদুদ,মুহাম্মদ আব্দুল ওয়াদুদ ও মাওলানা সমুজ আলী মোজাহিদী। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের জেলা সমন্বয়ক কাজী হাবিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন, মুহাম্মদ মামুনুর রশীদ।। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাহুবল মডেল প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, আল মদিনা একাডেমির পরিচালক বশির আহমদ, জুনাঈদ আহমদ, আল আমিন ও সালমান ফার্সি প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা