হবিগঞ্জ পৌরসভায় মহাপরিকল্পনা প্রনয়নের উপর মতবিনিময় সভা
তারিখ: ১২-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে খসড়া মহাপরিকল্পনা প্রনয়নের উপর তৃতীয় মতবিনিময় সভা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পে মাস্টার প্ল্যান কার্যক্রমের আওতায় খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করে শেলটেক কনসালটেন্টস্ (প্রাঃ) লিমিটেড। হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় প্রজেক্টরের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান বাস্তবায়নে খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শুরুতে বক্তব্য রাখেন শেলটেকের নির্বাহী পরিচালক জিন্নাত মেহরিন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন যে, বর্তমান জেলা প্রশাসক ইতোমধ্যে দুর্নীতির বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন। তিনি আশা করেন জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং সাইট বাস্তবায়ন এবং পুরাতন খোয়াই নদীর সংরক্ষণসহ সকল ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। পৌরসভার মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়ানো জন্য হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুশীল সমাজের মতামত ও পরামর্শের ভিত্তিতে উদ্যাগ গ্রহন করা হবে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, বিশিষ্ট জনদের মধ্যে প্রফেসার ইকরামুল ওয়াদুদ, প্রফেসার মোঃ আব্দুল্লাহ, হাফিজুর রহমান নিয়ন, মোঃ আলমগীর খান, ফনী ভূষন দাস, আলাউদ্দিন আহমেদ, মুকুল আচার্যী, মোঃ আশরাফুল ইসলাম কোহিনুর, মোঃ এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, তোফাজ্জল সোহেল, মোঃ শামছুল হুদা, সৈয়দ লাভলী সুলতানা প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা