আজমিরীগঞ্জে পৌর আ’লীগের সভায় এমপি মজিদ খান ॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে
তারিখ: ১২-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আজমিরীগঞ্জবাসীর শত বছরের দাবি বানিয়াচং-আজমিরীগঞ্জ রাস্তা শরীফ উদ্দিন সড়ক বাস্তবায়নের দারপ্রান্তে, আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই রাস্তার কাজ সমাপ্ত হবে। বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা রাস্তা আগামী ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে। বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, ইতি মধ্যে আজমিরীগঞ্জ এ বি সি উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ ডিগ্রিকলেজ ও বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ সরকারি করন করা হয়েছে। প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শীঘ্রই ৪। এছাড়া স্বাস্থ্য কৃষি ও বিদ্যুৎ এর ব্যাপক উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগে সরকারের আমলে  সারাদেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল কলেজ রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট মসজিদ মন্দির কবরস্থান শ্মশান শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ কৃষি তথ্য প্রযুক্তিসহ সার্বিক বিষয়ে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল বুধবার আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগের  বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হেলিম খোকন এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক চানু লাল কর্মকার-এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নজমূল হাসান । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আমজদ তালুকদার, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান  মোঃ তফছির মিয়া, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির শামছু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলী, মঞ্জু কান্তি রায়, মোশাররফ রওশন শাবানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক রহিবূর রহমান খান প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা