চুনারুঘাটে ৫নং শানখলা ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা
তারিখ: ১৩-অক্টোবর-২০১৭
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। জানা যায়, গত ১৮ মার্চ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে মোঃ জমরুত আলীকে আহ্বায়ক ও মোঃ আব্দুল কুদ্দুছ আহাদকে ১ম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে গত ৭ অক্টোবর ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কিন্তু উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে না জানিয়ে গত ৫ অক্টোবর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম বিক্রি করা হয়। সভাপতি পদে মোঃ জমরুত আলী, সাধারণ সম্পাদক পদে সৈয়দ মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশীদ এংরাজ মনোনয়ন ফরম ক্রয় করেন। খবরটি মুহুর্তের মধ্যে শানখলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, ৫টি ওয়ার্ড কমিটি ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ আহাদের সুপারিশ ছাড়াই আহ্বায়ক জমরুত আলী অনুমোদন করে ভোটার তালিকা প্রকাশ করেন। গত ১০ অক্টোবর শানখলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ১৩ অক্টোবর ৫নং শানখলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত এবং পরবর্তীতে কাউন্সিলের তারিখ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করার জন্য সকল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ একমত পোষণ করেন। আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত রেজুলেশন সহকারে উপজেলা বিএনপিকে জানানো হয়। এর পরও যদি এক তরফা পকেট কমিটি ঘোষণা করা হয় তাহলে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে নেতাকর্মীরা জানান।

প্রথম পাতা