হবিগঞ্জে ছাত্রদল নেতাদের গ্রেফতারে প্রতিবাদে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারীর নিন্দা
তারিখ: ১৩-অক্টোবর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা হাসানুল হোসাইন সৌরভ, উজ্জল মিয়া, আতাউর রহমান রিপন, মোশাহিদ মিয়া, আব্দুল মান্নান ও সাইদুল হককে গ্রেফতার করায় এবং মিথ্যা মামলা দায়ের ও হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করে উদ্দেশ্য মূলকভাবে ছাত্রদল নেতাদের যেভাবে গণ গ্রেফতার করছে তা অমানবিকতার চরম নিদর্শন। এই অবৈধ সরকারের কর্মকান্ড দেখে মনে হচ্ছে আমরা নিজ দেশে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে আছি। দেশের জনগন নয় ক্ষমতাই পাষন্ড সরকারের কাছে একমাত্র আরাধ্য। সরকার গনতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের সরকারী নীতি হিসেবে গ্রহণ করেছে। অবৈধ সরকারের মনতুষ্টির জন্য বিবেকবর্জিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী হবিগঞ্জে ছাত্রদল নেতাদের গ্রেফতার করেছে এবং মিথ্যা মামলা দায়ের করে নেতা কর্মিদের বাসা-বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করছে। নেতৃদ্বয় আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়িত্বপালন না করে, সত্যিকারের জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

প্রথম পাতা