জেলা মৎস্যজীবিলীগের সম্মেলনে হানিফ ॥ প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে
তারিখ: ১৩-অক্টোবর-২০১৭
নিরঞ্জন গোস্বামী শুভ/আজিজুল ইসলাম সজিব ॥

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা অসুস্থতার কারন দেখিয়ে ছুটি নেওয়ায় বিএনপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারা এখান উন্মাদ হয়ে আচরন করছে। তাদের কোন ষড়যন্ত্রই দেশবাসি মেনে নেবে না। তিনি খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে বলেন বিএনপি নেত্রী চিকিৎসারকথা বলে পল্টন থেকে লন্ডনে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। লন্ডনে যাওয়ার তিনমাস অতিবাহিত হলেও তিনি এখনো দেশে ফেরেননি। তিনি লন্ডনে বসে বিভিন্ন এজেন্সির সাথে গোপন বৈঠকের পাশাপাশি পাকিস্তান গোয়েন্দা সংস্থার সাথে একাধিক বৈঠক করেছেন। দেশবাসী খালেদার সে ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি গতকাল বিকেলে স্থানীয় নিমতলায় জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

হানিফ আরো বলেন, বাংলাদেশকে এক সময় বলা হত ভিক্ষুকের দেশ, দূর্নীতির দেশ সন্ত্রাসের দেশ সেই দেশকে শেখ হাসিনার সরকার এমন একটি পর্যায়ে নিয়ে এসেছেন বাংলাদেশকে এখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে ধরা হয়। এই উন্নয়নের পথে বারবার বাধা এসেছে। আর এই বাধা সৃষ্টি করছে একাক্তরের পরাজিত শক্তি বিএনপি জামাত জোট।

হবিগঞ্জ জেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবিলীগের আহ্বায়ক ও মৎস্যও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবিলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ, যুগ্ম আহ্বায়ক লায়ন শেখ আজগর লস্কর, এস.এম আজিজুল হক হীরা, মোঃ রফিকুল ইসলাম খাঁ, আলহাজ্ব আবুল বাশার, এডভোকেট ইসলাম আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা তাতীলীগের আহবায়ক মোঃ মুদ্দত আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামীরীগ সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ ফারুক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাস্টার, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন জিতু, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতর আলী মিয়া, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিউল আলম আজাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি কেয়া চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রমিজ আলী, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক নারায়ন চন্দ্র চন্দ।

এদিকে দুপুর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে সম্মেলনকে ঘিরে আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ এবং মৎস্যজীবিলীগের নেতাকর্মীরা বিভিন্ন খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকে। বিকেলের দিকে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক সময়ে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। যা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের মধ্যে স্বরনকালের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েন হয়েছে।

প্রথম পাতা