চুনারুঘাটে কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও অবৈধ দখলমুক্ত হচ্ছে না পরিবার পরিকল্পনা বিভাগের একটি বাড়ি
তারিখ: ১৭-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও অবৈধ দখলমুক্ত হচ্ছে না পরিবার পরিকল্পনা বিভাগের একটি বাড়ি। চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ওই বাড়িটি প্রায় সাড়ে ৩ বছর ধরে অবৈধ দখলে আছে সাবেক এক কর্মচারীর পরিবারের। সূত্র জানায়, ওই কেন্দ্রের নিরাপত্তা প্রহরী মোঃ কালা মিয়া বিগত ২০১৪ সনের ১৪ মার্চ কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে ওই কেন্দ্রের আবাসিক কোয়ার্টারে স্বপরিবারে বসবাস করে আসছেন মৃত কালা মিয়ার ২য় স্ত্রী। এ ব্যাপারে গত ১৭ ও ২৩ আগস্ট হবিগঞ্জের স্থানীয় দু’টি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের। গত ১৪ সেপ্টেম্বর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নাছিমা খানম ইভা স্বাক্ষরিত পত্রে অনতিবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) ডা. জান্নাতুল ফেরদৌস তালুকদারকে নির্দেশ দেন। নির্দেশ প্রদানের প্রায় একমাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে উচ্ছেদ হয়নি পরিবারটি। এতে সরকার যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ তেমনি বৈধ সুবিধাভোগীরা হচ্ছেন বঞ্চিত। এ ব্যাপারে জানতে চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দাঃ) ডা. জান্নাতুল ফেরদৌস তালুকদার-এর মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মধ্যস্থতা করছেন। অচিরেই সমাধানে পৌঁছা যাবে বলে আশা করছি।