হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মেরুদন্ড দিবস পালিত
তারিখ: ১৭-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

মেরুদন্ড মানব দেহের শিকড়। মানুষের মেরুদন্ডের সক্রিয়তার মাধ্যমে রক্ত সঞ্চালনার কারণে অঙ্গ প্রত্যঙ্গের স্নায়ু ক্রীয়াশীল থাকছে, ফলে সুস্থ দেহে দীর্ঘায়ূ জীবন যাপন সম্ভব হচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু’হাজার সাল থেকে ১৬ অক্টোবর বিশ্ব মেরুদন্ড দিবস পালন করছে। এ উপলক্ষ্যে হবিগঞ্জ বাণিজ্যিক এলাকার উত্তরা কমপ্লেক্সস্থ সেবামূলক প্রতিষ্ঠান “সেরাজেম হবিগঞ্জ”আয়োজিত বিশ্ব মেরুদন্ড দিবসে গণ সচেতনতার লক্ষ্যে এক বিরাট বর্ণাঢ্য র‌্যালী বের করে। সেরাজম সেন্টার থেকে শুরু করে সার্কিট হাউজ- বৃন্দাবন কলেজ- বগলা বাজার প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকায় সমাপ্ত হয়। র‌্যালীতে হাজারো সেবা গ্রহীতারা অংশগ্রহণ করে। প্রায় ৩ বছর বহুল আলোচিত “সেরাজেম হবিগঞ্জ”বিনামূল্যে দিনব্যাপী সেবা প্রদান করলেও এবারই বিশ্ব মেরুদন্ড দিবস পালন করেছে। প্রকাশ, সেরাজেম একটি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান। বিশ্বে আমেরিকা সহ ৭৫ দেশে বিনামূল্যে সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে ২০০৬ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রক্ত সঞ্চালনের মাধ্যমে সচল থাকে। রক্ত চলাচলে বিঘিœত হলে মানবদেহে বিভিন্ন ধরণের সমস্যা সৃষ্টি করে। রক্ত সঞ্চালনের মাধ্যমেই হচ্ছে শিরা-উপশিরা এবং সকল শিরা-উপশিরার মুল হচ্ছে মেরুদন্ড, একে সক্রিয় রাখতে গিয়েই উত্তপ্ত মূল্যবান পাথর জহুরত ব্যবহার করে মানুষের শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে হবিগঞ্জ সেরাজেম বিনামূল্যে মেরুদন্ডের সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।