হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত ॥ গোপায়া, রিচি, পৈল কমিটি বিলুপ্ত ॥ নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নের নতুন কমিটি
তারিখ: ২০-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের  সভাপতি গাজীউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ বেলাল মিয়া, আকিল হোসেন টিপন, জি কে দুলহাস, রুবেল আহমেদ, কামরুল হাসান রাসেল, শাহেদুল ইসলাম, তোফায়েল আহমেদ রুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পুলক, সালাউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন জাবেদ, নাজীউর রহমান জিমি, উপ-প্রচার সম্পাদক নাজমুল হুদা তৌহিদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম শিমূল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ ফখরুউদ্দিন শাকিল, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জুম্মন, ছাত্রলীগ নেতা শাহ আলম, আহমদ আলী বিলাল, বাপ্পী অধিকারী, সাগর মিত্র  প্রমুখ। সভায় আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত  হয়- রিচি, গোপায়া ও পৈল ইউনিয়ন ছাত্রলীগের কমিটির কার্যক্রম না  থাকায়, এ তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সাথে রিচি, গোপায়া, পৈল ইউনিয়নের নতুন কমিটি গঠন করা লক্ষে আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদকের জীবন বৃত্তান্ত আগামী ২২শে অক্টোবর বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হল। একই দিনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে লুকড়া ও তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম-আহবায়কের নেতৃত্বে কমিটির সকলকে নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। একইভাবে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে ২১ অক্টোবর বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়নের নতুন কমিটি গঠন করা লক্ষে আগ্রহী সভাপতি এবং সাধারণ সম্পাদকের জীবন বৃত্তান্ত উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া একইদিনে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে নিজামপুর, শায়েস্তাগঞ্জ, রাজিউড়া, লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির সকলকে নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়।

প্রথম পাতা