শহরের রামকৃষ্ণ গোঁসাইর আখড়ায় শুভ দীপাবলী উৎসবঅনুষ্ঠিত
তারিখ: ২০-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের শ্রীশ্রী রামকৃষ্ণ গোঁসাই আখড়ায় শুভ দীপাবলী উৎসবঅনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসবঅনুষ্ঠিত হয়। শ্রীশ্রী রামকৃষ্ণ গোঁসাইর আখড়ার সভাপতি শংকর পালের সভাপতিত্বে ও দীপাবলী উৎসবকমিটির সাধারণ সম্পাদক রাজীব রায় রাজু পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পুণ্যব্রত চৌধুরী বিভু, হিন্দু বৌদ্ধা খ্রীস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, এডভোকেট রঞ্জিত দত্ত, ইঞ্জিনিয়ার ফণি ভূষণ দাশ, প্রফুল¬ চন্দ্র বৈষ্ণব, কাউন্সিলর গৌতম কুমার রায়, মিহিল লাল দাশ সবুজ, শংকর রায়, প্রদীপ রায়, বাবুল শীল, পার্থ প্রীতম দাশ, বিশ্বজিত বণিক চন্দন, পুলিন  বৈষ্ণব, পীযুষ রায়, অজিত রায়, অভি রায়, প্রবীর রায়, নারায়ন মোদক, দ্বিজেন দাস, রতু শীল, লিটন দাস, জ্যাতি লাল দাস, তপন কুমার দাশ, জ্যাতিষ লাল সুত্রধর, রিপন দেব, মঞ্জু সরকার, রাম কৃষ্ণ বৈষ্ণভ, সন্তোষ দাস চৌধুরী, অর্জুন রায়। সভায় প্রধান অতিথি পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, বর্তমান সরকার প্রত্যেক ধর্মের নিজ নিজ অনুষ্ঠান পালনে সহযোগিতা করে যাচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্থ্য প্রদান করেন। অনুষ্ঠানে ৫ হাজারেরও অধিক প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রথম পাতা