আজ বহু কাঙ্খিত হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ॥ ১৫টি পদের বিপরীতে লড়ছে ১৭ প্রার্থী
তারিখ: ২০-অক্টোবর-২০১৭
জাকারিয়া চৌধুরী ॥

আজ বহুকাঙ্খিত হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭ জন প্রার্থী। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে লড়ছেন ২ জন ও সদস্য পদে লড়ছেন ১৫ জন প্রার্থী। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ১ জন প্রার্থী ও সদস্য পদে ১৪ জন প্রার্থী বিজয়ী হবে। ইতিমধ্যেই ২৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোষাধ্যক্ষ পদে রহমান, কলি ও বদরুল পরিষদ থেকে লড়ছেন হুমায়ুন কবির সাহেদ। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাল উদ্দিন তালুকদার। সদস্য পদে রহমান, কলি ও বদরুল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুল মোতালিব মমরাজ, মইন উদ্দিন চৌধুরী শাম্মু, মোঃ আজিম উদ্দিন, মোঃ হুমায়ুন খান, মোঃ মহিউদ্দিন চৌধুরী পারবেজ, মহিউদ্দিন তালুকদার সাচ্ছু, বিভৎস্যুচক্রবর্তী বিভু, রাসেল চৌধুরী, মোঃ তাজ উদ্দিন আহমেদ, মকসুদুর রহমান উজ্জল, এনএম ফজলে রাব্বি রাসেল, জসিম উদ্দিন আহমেদ সুজন, মোঃ আসাদুজ্জামান, মোঃ সাইদুর রহমান। এছাড়াও সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইব্রহিম খলিল সোহেল। এদিকে, আজ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে ঘিরে স্টেডিয়ামপাড়াসহ সর্বত্র বিরাজ করছে উৎসবেরআমেজ।

প্রথম পাতা