জেনারেল এম এ রবের ৪২তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা মিলাদ মাহফিল ও পুস্পস্তবক অর্পণ
তারিখ: ১৫-নভেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

মহান মু্িক্তযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুস্পস্তবক অর্পন করা হয়েছে। গতকাল মঙ্গল বিকাল ৪টায় জেনারেল এম এ রব গবেষনা পরিষদের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব জিতু চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব কাজী আব্দুল কাইয়ূম, সাবেক মেম্বার আব্দুর রহিম ও আব্দুল মোতালিব মমরাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আব্দাল, কামরুজ্জামান খান ইমরান, শাহ জয়নাল আবেদিন রাসেল, ছাত্র ও যুবকল্যান সম্পাদক আব্দুল হাই, শাহ কিম্মত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাস্টার এম এ ওয়াহিদ ও মোছাঃ হালিমা খাতুন, মোঃ কামাল আহমেদ, সাংবাদিক নায়েব হোসেন,  শেখ জওহর হোসেন ফাহদি, রাসেন্দ্র চন্দ্র দাশ, পংকজ কান্তি দাশ পল্লব, সঞ্জয় রায়, শেখ ইনামুল ইসলাম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় বক্তারা, জেনারেল এম এ রব-এর নামে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহা সড়কের নাম করণের দাবী ও সরকারী ভাবে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্ত্বরে সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানান।  পাশাপাশি সংগঠনের কর্মকান্ড পলিচালনা অব্যাহত রাখার জন্য অফিস করতে ভূমির ব্যবস্থা করে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। পরে বাদএশা শহরের কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ৮টায় এমএ রবের মাজার জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করেন নেতৃবৃন্দরা।

প্রথম পাতা