ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য মুদ্দত আলীকে মাদার তেরেসা পদক প্রদান
তারিখ: ১৫-নভেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য মেসার্স সোনার বাংলা বানিজ্যিক সংস্থার স্বত্তাধিকারী, বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় নেতা, সিলেট সরকারি বানিজ্যিক মহা বিদ্যালয়ের সাবেক ভিপি, বাহুবল উপজেলার পুটিজুরী ইউপির সাবেক সফল চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীকে মাদার তেরেসা ২০১৭ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স কর্তৃক আয়োজিত "মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা সমস্যা ও বিশ্ব মানবতা" শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সংগ্রামী আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। অনুষ্ঠানে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে মোঃ মুদ্দত আলীকে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডাস এর সভাপতি এডভোকেট কাজী সাজাওয়ার হোসেন পিএইচএফ।

প্রথম পাতা