আউশকান্দি ইউপি চেয়ারম্যান হারুন-এর বিরুদ্ধে টেক্স ও ট্রেড লাইসেন্স-এর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে টেক্স ও ট্রেড লাইসেন্স-এর লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, আউশকান্দি ইউনিয়নের বাড়ি-ঘরের টেক্স ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারের ট্রেড লাইসেন্স এর টাকা উঠিয়ে ইউনিয়ন অফিসের একাউন্ট এ পুবালি ব্যাংকে জমা না রেখে ইউপি চেয়ারম্যান হারুন লাখ লাখ টাকা নিজের তহবিলে রেখেছেন। শুধু তাই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়ন পরিষদের সদস্য জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে ৫ থেকে ১০ হাজার টাকা দিয়ে পরিষদের সকল সদস্যদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। আউশকান্দি হীরাগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী জানান, তাদের নিকট থেকে ট্রেড লাইসেন্স এর নামে টাকা উঠিয়ে ব্যবসায়ীদের সুবিধার্থে সৌর বিদ্যুৎয়েরস্ট্রিট লাইট লাগিয়ে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান হারুন। কিন্তু ৪মাস অতিবাহিত হলেও এখনো সৌর বিদ্যুতের স্ট্রিট লাইটের কোনো ব্যবস্থা করা হয়নি। এতে করে ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নীতিমালা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পৃথক পৃথক টেক্স আদায়ের রেকর্ডপত্র রেজিস্টারি খাতায় রেকর্ড করে রেখে উক্ত টেক্স এর টাকা এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর টাকা পূবালী ব্যাংকে ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা রাখার কথা। কিন্তু চেয়ারম্যান হারুন নীতিমালাকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে তার সাথে যোগাযোগ করার জন্য এ প্রতিনিধিকে বলেন।

প্রথম পাতা