জন্মগত পায়ের পাতা ব্যাকা আক্রান্ত শিশু রোগীদের অভিভাবক নিয়ে সভা
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

জন্মগত পায়েরপাতা ব্যাকা আক্রান্ত শিশু রোগীদের অভিভাবক নিয়ে বুধবার সকাল ১১ টায় হবিগন্জ সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে এক সভার আযোজন করা হয়। সভায় সভাপত্তিত্ব করেন- হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র দেব ও ডাঃ গোতম বরন মিস্ত্রী। সংস্থার সিলেট বিভাগীয় প্রধান ডাঃ মারুফ আহমেদ চৌধুরী (পিজিও)। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রোটারিয়ান মোঃ শাহিন চৌধুরী, মোঃ শরীফ উদ্দিন চৌধুরী, ইকবাল আহমেদ, নেয়াজুল বর চৌধুরী, শাফিয়া আক্তার, এনামুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য থাকে য়ে দাগ্লেনকো ফাউন্ডেশন কতৃক পরিচালিত ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এর মাধ্যমে ২০১১ সাল হতে ব্যাকা পায়ের শিশু রোগীদের বিনা মূল্যে এ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে এ পর্যন্ত ২৯৭ জন শিশু রোগীদের কে এ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। উক্ত সভায় শতাধিক শিশুদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিল। সভা শেষে শিশু রোগীদের মাঝে খেলনা ও অতিতিবৃন্দ কে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রথম পাতা