আজমিরীগঞ্জে হাওড়ে গৃহবধূকে শ্লীলতাহানি ॥ হাসপাতালে ভর্তি
তারিখ: ৮-ডিসেম্বর-২০১৭
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

জলসুখার হাওরে শ্লীলতাহানির শিকার হয়েছে এক দরিদ্র গৃহবধূ। এক পর্যায়ে তার অলংকার ছিনিয়ে নেয়া হয়। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখার মধ্যপাড়ার তিনঘরহাটির বাসিন্দা জজ মিয়া গত বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী হাওরের নিজ কৃষিজমি এলাকায় মোবাইল ফোন হারিয়ে ফেলে। বাড়িতে এসে বিষয়টি তার স্ত্রীকে জানায়। পরদিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকাল অনুমানিক ১১ টায় স্ত্রী অনুরা বেগম (৩৭) হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খোঁজতে ওই হাওরে যায়। অনুরা জানায়, হাওরে একা সুযোগ পেয়ে একই এলাকার লগ্নহাটির বাসিন্দা মোঃ মিজাজ উল্লাহ্'র পুত্র মোঃ নূর আলম (৩৫) অনুরা 'কে ঝাঁপটে ধরে শ্লীলতাহানি করে। ধস্তাধস্তির এক পর্যায়ে নূর আলম গৃহবধূ অনুরা'র কানের স্বর্ণালংকার ও রুপার গলার চেইন ছিনিয়ে নেয়। এ সময় গৃহবধুর শোরচিৎকার লম্পট পালিয়ে যায়। পরে গুরুতর গৃহবধূকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রথম পাতা