জেলা প্রশাসকের নির্দেশে আউশকান্দি ইউপি চেয়ারম্যান হারুন অবশেষে টিফিন বক্স বিতরণ করতে বাধ্য হলেন
তারিখ: ৮-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন অবশেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করতে বাধ্য হলেন। গতকাল বৃহস্পতিবার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর সরকারী প্রাথমিক, জালালপুর বিদ্যালয়সহ কয়েকটি স্কুলের ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করেন। অবশিষ্ট অন্যান্য স্কুলে টিফিন বক্স বিতরন পক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠে। জানা যায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ কর্তৃক স্থানীয় ইউপি চেয়ারম্যানদের ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণের নির্দেশনা দেয়া হয়। কিন্তু আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিফিন বক্স বিতরন করা হয়নি। উল্লেখিত বিদ্যালয়ে অধ্যয়নরত ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীর টিফিন বক্স সংখ্যা ও প্রাপ্তিপত্রে প্রধান শিক্ষক/শিক্ষিকাদের নিকট থেকে স্বাক্ষর গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। কিন্তু তাদের টিফিন বক্স দেয়া হয়নি। এ বিষয়ে সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের নজড়ে আসে। পরে এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে চেয়ারম্যান হারুন অবশেষে উল্লেখিত স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ শুরু করেন।

প্রথম পাতা