নিজেস্ব ওয়েব সাইট উদ্বোধনকালে পুলিশ সুপার ॥ পুলিশকে জনবান্ধব ও সেবার মান সহজ করতে ওয়েব সাইট চালু করা হয়েছে
তারিখ: ৮-ডিসেম্বর-২০১৭
আজিজুল ইসলাম সজিব ॥

হবিগঞ্জে পুলিশ সুপারের ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই ওয়েব সাইট উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, ওয়েব সাইট উদ্বোধন হবিগঞ্জের মানুষের জন্য মহান বিজয় দিবসের উপহার। পুলিশকে আরও জনবান্ধব ও সেবার মান সহজ করতে ওয়েব সাইট চালু করা হয়েছে। এই সাইটে পুলিশের সব ধরনের তথ্য থাকবে। যে কোন স্থান থেকে পুলিশের সাথে যোগাযোগ এবং তথ্য সংগ্রহের মাধ্যম হবে এই ওয়েব সাইট। এ ওয়েবসাইটে মাধ্যমে ঘরে বসে হবিগঞ্জের পুলিশের সকল কার্যক্রমে খবর জানা যাবে। সেখানে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ, জেলা সকল থানার ওসি নাম্বার থাকবে। বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম ও নাম্বার পাওয়া যাবে। গোয়েন্দা, ডিএসবিসহ অন্যান্য শাখারা তথ্য প্রবাহ থাকবে। ওয়েবে পুলিশের দৈন্দিন কাজের বিষয়গুলোও জানা যাবে। ওয়েব সাইটের মাধ্যমে অভিযোগ করলে ওই অভিযোগ পুলিশ সুপার কাছে চলে আসবে। পুলিশ কিলারেন্স পাওয়া ক্ষেত্রে কি কি ডুকেমেন্ট ও কি ভাবে আবেদন করতে হবে তাও জানা যাবে। ওয়েব সাইটের মাধ্যমে পুলিশ কিলারেন্স এর মাধ্যমে আবেদন করা যাবে। তিনি আরো বলেন- পুলিশকে গোপন তথ্য দিয়ে অপরাধী গ্রেফতারের ক্ষেত্রে সহযোগীতা করা হলে অভিযোগকারী তথ্য গোপন রাখা হবে। কোন অভিযোগকারী ভুল তথ্য দিলে তা সহজে সনাক্ত করে আইনের আওতায় নেয়া হবে। তিনি আরো বলেন-তথ্য পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় এ জন্য ওয়েব সাইট। উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঞা সামস, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত, বিভিন্ন প্রিন্ট ও বিভিন্ন ইনেক্টনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা