বেকিটেকা গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ ॥ মহিলা মেম্বারসহ আহত ১০
তারিখ: ১৪-ডিসেম্বর-২০১৭
জাহেদ আলী মামুন ॥

হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা মেম্বারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল বুধবার সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্র জানায়, গতকাল উল্লেখিত সময়ে ওই গ্রামের কামাল মিয়ার পুত্র রনি মিয়া (৬) বাড়ির পার্শ্ববর্তী আছকির মিয়ার সেচ দেয়া পুকুরে মাছ ধরতে যায়। এ সময় প্রতিবেশি মারাজ মিয়ার পুত্র আরব আলী শিশুটিকে মাছ ধরতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মহিলা মেম্বার জুসনা বেগম (৩০) স্কুল ছাত্রী রেখা বেগম (১৬) ববিতা বেগম (১৪) স্বর্ণা (৭), রনি (৬) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই রুহুল আমিনসহ একদল পুলিশ সদর হাসপাতালে গিয়ে আহতদের খোজ খবর নেন।