বৃটেনে শেলীর মাস্টার্স ডিগ্রী অর্জন
তারিখ: ১৪-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের একাত্তরের রণাঙ্গনের সহযোদ্ধা এবং ঘনিষ্ঠ বন্ধু ইংল্যান্ড প্রবাসী, হবিগঞ্জের এক সময়ের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখ ফতেহ্ এলাহী সুফির ছোট মেয়ে শেখ ইয়াছমিন শেলী গ্রেট বৃটেনের বিখ্যাত ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে সসিয়েল্ এন্ড পলিটিক্যাল্ থিওরিতে মাষ্টার্স ডিগ্রী সাফল্যের সাথে অর্জন করেছেন। ইতিপূর্বে তিনি একই ইউনিভার্সিটি থেকে এল এল বি (অনার্স) ডিগ্রীতেও সাফল্যের সাথে উত্তীর্ণ হন। উল্লেখ্য, শেখ ফতেহ এলাহী সুফির বড় মেয়ে শেখ ফারজানা শিলা বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এল.এলবি (অনার্স), এলপিসি এবং এলএলএম ডিগ্রী সাফল্যের সাথে সমাপ্ত করে। বর্তমানে উক্ত ইউনিভার্সিটিতে চাকুরীরত। এই দুই বোন এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গ  সদর ১নং ইউনিয়নের এবং হবিগঞ্জ নিউ মুসলিম কোয়ার্টারের প্রয়াত শেখ মোঃ ইউসুফ উল্লাহ সাহেবের সুযোগ্য নাতনী। তারা যেন ভবিষ্যতে শিক্ষা এবং কর্ম জীবনে আরো সাফল্য বয়ে এনে পরিবার তথা দেশের মুখ উজ্জল করতে সচেষ্ট হতে পারেন। সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।