বাহুবলে বিদ্যুতের খুটি পড়ে স্কুল ছাত্র নিহতের ঘটনায় পল্লী বিদ্যুতের ৫ শ্রমিককে পুলিশে সোপর্দ
তারিখ: ১৪-ডিসেম্বর-২০১৭
আখলাছ আহমেদ প্রিয় ॥

বাহুবল উপজেলায় বৈদ্যুতিক খুঁটির চাপায় রাব্বি আহমেদ (৫) নামের প্রাইমারী স্কুলের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ৫ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত স্কুল ছাত্র উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার পুত্র এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার রাত ৮টায় তাদেরকে  আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার বড়জুম গ্রামের কাজল মিয়ার ছেলে নূর মিয়া (২৩), একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে নূর হোসেন (১৮), আব্দুস সালামের ছেলে জাবেদ আলী (১৮), লুলু মিয়ার ছেলে শুকুর আলী (২৮) ও একই উপজেলার কবলাপুর গ্রামের মৃত কাইয়ুম মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী বাহুবল জানান, আটকরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক। আটকদের আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।