বশিনা ইসলামী একাডেমি উদ্বোধনকালে এমপি মুনিম চৌধুরী বাবু ॥ নিরক্ষরতা দূরীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

বাহুবল উপজেলার বশিনা ইসলামী একাডেমির উদ্বোধনকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের পূর্বশর্ত শিক্ষা। শিক্ষা ব্যতিত কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার মাধ্যমে প্রতিটি দেশ ও জাতি উন্নয়নের দিকে ধাবিত হয়। তাই আমি আমার নির্বাচনী এলাকায় শিক্ষার প্রতি সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিচ্ছি। নিরক্ষরতাকে অভিশাপ আখ্যা দিয়ে তিনি বলেন, নিরক্ষরতা এমন একটি অভিশাপ, যা দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই আমি আমার নির্বাচনী এলাকাকে নিরক্ষরমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আর নিরক্ষরতা দূরীকরণে শিক্ষা-প্রতিষ্ঠান স্থাপনের বিকল্প নেই। আজ যে শিক্ষা-প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে আসছি, তা এলাকার নিরক্ষরতা অধিকাংশে কমিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। গতকাল দুপুর ১১টায় "মঞ্জিলে আলী খান্দান" দরবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাহুবল উপজেলার বশিনা ইসলামী একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। "মঞ্জিলে আলী খান্দান" দরবারের প্রধান খলিফা মাওলানা জহুরুল হক এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কাউছার আহমদ ও হবিগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম, এ কাদিরের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, দ্বিমুড়া রহমানিয়া ফাদ্বিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম রেজাউল করিম, জাতীয় পার্টির বাহুবল উপজেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক আ ন ম উস্তার মিয়া তালুকদার। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হাই, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা কাজী হাবিবুর রাহমান, বর্তমান সহ-সভাপতি মুহাম্মদ আলী আশিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস আলী। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমদ রনী, মো:সুমন মিয়া, ফরিদ মিয়া, হাজী জহুরুল হক, রিপন মিয়া, মওদুদ মিয়া, সামছু মিয়া ও আব্দুল আলী প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা