বানিয়াচঙ্গে মেছো বাঘ আটক করেছে জনতা
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় একটি মেছো বাঘ আটক করেছেন স্থানীয়রা। রবিবার সকালে একটি ফাঁদ পেতে এটি আটক করা হয়। ওই এলাকার শিক্ষানবীস আইনজীবী দিদারুল আলম সৌরভ জানান, জাতুকর্ণপাড়া এলাকার শুটকি নদীর বাধে বেশ কয়েকটি হাঁসের খামার রয়েছে। ইদানিং প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিলো বাঘটি। এক পর্যায়ে রবিবার ভোর রাতে ওই এলাকার আরাফাত আলী, মামুন ও শাহেদ মিয়া মিলে একটি ফাঁদ পেতে রাখেন খামারের পাশর্^বর্তী স্থানে। রাতে না এলেও সকালে এসে বাঘটি ফাঁদে আটকা পড়ে। পরবর্তীতে এটিকে মেরে ফেলার চেষ্টা করে কয়েকজন যুবক। উপস্থিত স্থানীয় মুুরুব্বিদের অনুরোধ মেরে ফেলা থেকে বিরত থাকেন তারা। ফাঁদে আটকা পড়া বাঘের কপালের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। আটকা পড়ার পর মুক্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে বাঘটি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, বাঘটি আটকের ব্যাপারে তার কাছে কোনো খবর আসেনি। তবে বাঘটিকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। এ ব্যাপারে হবিগঞ্জের উপ-বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান বলেন, এখন হাওরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। মাছ খাওয়ার উদ্দেশ্যে হয়তো বাঘটি বনাঞ্চল থেকে সেখানে গিয়েছিলো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাঘটিকে নিয়ে এসে অবমুক্ত করব।

প্রথম পাতা
শেষ পাতা