জেএমবি সন্দেহে আটক জামাতের ৫ নেতাকর্মীর দুপুরে রিমান্ড বিকেলে স্থগিত
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, দীঘলবাগ এলাকা থেকে গোপন বৈঠককালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহে আটক সদর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৫ নেতাকর্মীর দুপুরে এক দিনের রিমান্ড দেয়া হলেও বিকেল স্থগিত করা হয়েছে। রবিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। রাষ্ট্র পক্ষ আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছিল। এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন জানান, কারাগারে থাকা ৫ জেএমবি’র ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে দায়রা জজ আদালতে আদেশের বিরুদ্ধে মোশন করা হলে আবেদন ২১ ডিসেম্বর পর্যন্ত আদেশ স্থগিত রাখা হয়। গত ১০ ডিসম্বের রাত সাড়ে ১০টায় গ্রোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি নারায়ানপুর গ্রামের হাজী আব্দুল কদ্দুছ (৫০), নারায়নপুর বাজারের টেইলার্স ব্যবসায়ী নারায়নপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০), নারায়নপুর বাজারের আল মদিনা ক্লথ স্টোরের মালিক আনন্দপুর গ্রামের আব্দুর নুর (৪৫), আনন্দুর গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও দীঘলবাগ পয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়ধর গ্রামের রুহুল আমীন (২৮)কে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী জেহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রথম পাতা
শেষ পাতা