ফেসবুকে দুই নেতার প্রচার-প্রচারনা নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গে ছাত্রলীগের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ॥ আহত ১০
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়বাজারস্থ সাব-রেজিস্ট্রি অফিস রোডে এ ঘটনা ঘটে। এতে পথচারীসহ অন্তত ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রিপন চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্র“প এক নেতার পক্ষে ফেসবুকসহ সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। অন্যদিকে জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ আহমেদের নেতৃত্বে আরেকটি গ্র“প অপর এক নেতার পক্ষে ফেসবুকসহ সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। এনিয়ে দুই গ্র“পের নেতা-কর্মীদের মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস-কমেন্ট দেয়াসহ চায়ের টেবিলে, রাস্তা-ঘাটে তর্ক-বিতর্ক হয়ে আসছিল। এ প্রেক্ষিতে গতকাল রোববার রাত ৮টার দিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই গ্র“পের দুই কর্মীর মধ্যে তর্ক-বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পরে উভয় গ্র“পের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

প্রথম পাতা
শেষ পাতা