আতাউর রহমান সেলিমের উপর মিথ্যা জিডি ও হয়রানীর নিন্দা জানিয়েছেন মেজর (অবঃ) সুরঞ্জন দাশ
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান সেলিমের উপর মিথ্যা জিডি ও হয়রানীর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ। নবীগঞ্জ কৃতি নারায়ন কলেজের প্রতিষ্ঠাতা এবং দৈনিক মাতৃভূমির সাবেক সম্পাদক ও প্রকাশক সুরঞ্জন দাশ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আতাউর রহমান সেলিম আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই। আমি তাকে স্নেহ করি। সে দীর্ঘ ৩০ বছর যাবত রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করে আসছে। সে অসম্প্রদায়িক রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি তাকে একজন অসম্প্রদায়িক রাজনীতিবীদ হিসাবেই চিনি। সে সনাতন ধর্মসহ সকল ধর্মের লোকজনের সাথে অত্যন্ত আন্তরিক সম্পর্ক বজায় রেখে রাজনীতি করে আসছে। সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তার বিরুদ্ধে মিথ্যা জিডি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হিসাবে আখ্যায়িত করার ষড়যন্ত্র হচ্ছে। আমি এই মিথ্যা জিডি দায়ের ও ষড়যন্ত্রের নিন্দা জানাই। পাশাপাশি প্রত্যাশা করছি রাজপথের লড়াকু এই সৈনিক সকল মিথ্যা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অবশ্যই আপন আলোয় উদ্ভাসিত হবে।

প্রথম পাতা