বানিয়াচঙ্গে জনসভায় এমপি মজিদ খান ॥ সরকারের প্রতিটি দিন কেটেছে উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে বানিয়াচংয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ৪ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সরকারের প্রতিটি দিন কেটেছে উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে। জনগণের শান্তির কথা চিন্তা করেই দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান তিনি। এমপি মজিদ খান আরো বলেন, উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধীরা সক্রিয় রয়েছে। তাদের থেকে সকল জনগণকে সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, যারা আওয়ামী লীগের উন্নয়নকে যারা অস্বীকার করে তারা আওয়ামী লীগের শুভাকাক্সক্ষী না। তারা তারা দেশের অগ্রগতিতে বিশ্বাসী না। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী বাবুর পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হারুন মিয়া, অর্থ সম্পাদক হাজী জয়নাল আবেদীন ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল বাহার খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক সরদার শাহেদ মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাহিদ হাসান জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এটিএম জুয়েল ও শাহেদ মিয়া, সরদার আদর আলী, সরদার মস্তোফা মিয়া, কালাই উল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল মিয়া, প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জী মেম্বার, আজিজুর রহমান খেলু, যুবলীগ নেতা সুবেদ আলী, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ, তাহের মিয়া, বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাসির উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, শহিবুর রহমান, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন সরদার নিয়াশা, ছাত্রলীগের সহ সভাপতি রিপন চৌধুরী, মামুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এজেডএম উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলিম মিয়া, ধন মিয়া মেম্বার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া ও গীতা পাঠ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রূপক রায়।

প্রথম পাতা