রামচরন স্কুল মাঠে পৌর আ’লীগের সদস্য নবায়নের অনুষ্ঠানে আবু জাহির ॥ হবিগঞ্জ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে আগামীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে
তারিখ: ১৩-জানুয়ারী-২০১৮
আখলাছ আহমেদ প্রিয় ॥

হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ টেন্ডারবাজি করেনা। ১০টা হোন্ডা ১০ গুন্ডা দিয়ে রাজনীতি আওয়ামীলীগ পছন্দ করেনা। আওয়ামীলীগ উন্নয়নের সরকার, গরীব মানুষের সরকার। হবিগঞ্জ লাখাইয়ে ৯ বছরে আওয়ামীলীগ যে উন্নয়ন করেছে, বিগত ৪০ বছরেও কোন সরকার এসব উন্নয়ন করতে পারেনি। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার কাজ করে প্রমান করে। জননেত্রী শেখ হাসিনা গরীব মানুষের কথা ভাবেন, তিনি মানুষকে ভাত না খেয়ে আলু খেতে পরামর্শ দেন না। তিনি শিক্ষাক্ষেত্রে প্রসার ঘটিয়েছেন। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়ামীলীগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন হবিগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করে শেখ হাসিনা মেডিকেল কলেজ নাম করন করে প্রথম পাঠদান উদ্বোধন করা হয়েছে। আগামীতে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখন উন্নয়নের জোয়ারে ভাসছে হবিগঞ্জ। গত বুধবার রাত ৮টায় হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে শহরের রামচরন প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পৌর শাখার সদস্য নবায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল মনসুর, শিক্ষা বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সহ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, বর্তমান প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহসানুক হক সুজা, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সাবাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ হিরাজ, দিলুয়ার হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা ইমতিয়াজ, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, আমিন উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম পাতা