বানিয়াচঙ্গে আমির হোসেন মাস্টারকে একক প্রার্থী দেয়ার সমর্থনে বড়ইউড়ি আ’লীগের মতবিনিময় সভা
তারিখ: ১৪-জানুয়ারী-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষণা দেয়ার দাবীতে বানিয়াচং ৭নং বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় কদুপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াওর মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মিঠুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমির হোসেন মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আসাদুর রহমান আসাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রৌশনারা ভূইয়া লাকি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইম হাসান পুলক, উপজেলা আওয়ামীলীগের সদস্য সালেহ মিয়া, ১২নং সুজাতপুর ইউপি আ’লীগের সাবেক সভাপতি বাছির মিয়া, ৭নং ইউপি কৃষকলীগের সভাপতি সেকুল মিয়া, ৮নং ইউপি ছাত্রলীগের সভাপতি শফিউল হাসান চৌধুরী শামিম, ৭নং ইউপি যুবলীগের সেক্রেটারি দাবিরুল ইসলাম, ৭নং ইউপি যুবলীগের সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান, ৭নং ইউপি ছাত্রলীগের সভাপতি সোহেল আখঞ্জি, ছাত্রলীগ নেতা রফিউল ইসলাম সোহাগ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ২ আসন থেকে তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সৎ, ত্যাগী নেতা আলহাজ্ব আমির হোসেন মাস্টারকে দলীয় একক প্রার্থী ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন, ৪নং ইউপি আ’লীগের সেক্রেটারি আবুল ফজল, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি মওদুদ আল মাহমুদ, ১৪নং ইউপি আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দুলাল চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সদস্য মোতালিব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া, প্রচার সম্পাদক সাহিদুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সেক্রেটারি শাহনেওয়াজ আলম রাজু, উপজেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মিয়া, কোষাধ্যক্ষ ইমদাদ মিয়া, যুবলীগ নেতা মামুন, ফরহাদ হোসেন সুমন, আবুল কাশেম, সবুজ মিয়া, আনোয়ার হোসেন আলতু, ওমর শেখ জিতু, রুবেল মিয়া, কাওছার আহমেদ, আব্দাল মিয়া, মাজহারুল ইসলাম অপু, বিষ্ণু গোপ, আলআমিন প্রমুখ।