লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক
তারিখ: ১৪-জানুয়ারী-২০১৮
জাহেদ আলী মামুন ॥

লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে মিলন মিয়া ও সবুর মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বাবুল মিয়া (৫০), আলী মিয়া (৫০), মালেক মিয়া (৪২), জালাল মিয়া (৪০), লাউস (৩০), রুহুল (২৮), সালমান (১৮) আলাল (৩০), নোয়াব আলী (৩৫), সোহেল (২২), খলিল (২৮), রফিক (৫০), নজরুল (১৪), মহিবুর (২৫), রাসেল (৩০), বিল্লাল (১৯), জামিরুল (২৫), মামুন (৩০), লায়েস (২০)সহ ২৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিৎসা দেওয়া হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।