সদর উপজেলার উচাইল শংকর পাশায় প্রতিপক্ষের আঘাতে আহত বৃদ্ধার মৃত্যু
তারিখ: ১৭-জানুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামে প্রতিপক্ষের আঘাতে আহত বৃদ্ধা সমলা খাতুন (৬৫) মৃত্যুবরণ করেছেন। ১০ দিন মৃত্যুর সাথে লড়ে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এ নিয়ে আবারো অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে। জানা যায়, ওই গ্রামের মৃত রমিজ আলীর পুত্র বাছির মিয়ার সাথে একই গ্রামের মৃত ফাতির উল্লার পুত্র ছায়েদ মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ৬ জানুয়ারি বিকেলে জুয়েল মিয়া ও সেলিম মিয়াসহ একদল লোক বাছির মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে বাছির মিয়া ও তার পুত্র লিটন মিয়াসহ লোকজন বাঁধা দিলে তাদেরকে মারধোর করে আহত করা হয়। এ সময় বৃদ্ধা সমলা খাতুন (৬৫) তার পুত্র বাছির ও নাতিকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান। সিলেট সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে আসার কথা রয়েছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
 

প্রথম পাতা
শেষ পাতা